ফিরে দেখা: লর্ডস’র প্রথম ম্যাচ

ডেস্কঃ লর্ডস- শব্দটি লিখিত হোক বা উচ্চারিত, ক্রিকেটার ও ক্রিকেটপ্রেমীদের চোখে ভেসে ওঠে লন্ডনের সুবিস্তৃত ক্রিকেট-প্রান্তর, ‘দি হোম অফ ক্রিকেট’ খ্যাত স্টেডিয়ামটি। প্রতিষ্ঠাতা থমাস লর্ডের নামে নামকরন করা এ মাঠটি সর্বপ্রথম মারলেবোন ক্রিকেট ক্লাবের মালিকানাধীন ছিল।
১৮১৪ সালের এই দিনে, অর্থাৎ ২২ জুন, লর্ডসের মাঠে সর্বপ্রথম ক্রিকেট ম্যাচটি খেলা হয়। এ ম্যাচে মারলেবোন ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে হার্টফোর্ডশায়ার ক্রিকেট দল। টেস্ট ম্যাচ হলেও প্রথম দিনেই খেলা শেষ হয়ে যায়, এক ইনিংস ও ২৭ রানের ব্যবধানে মারলেবোন ক্রিকেট ক্লাবের কাছে পরাজিত হয় হার্টফোর্ডশায়ার।
মজার ব্যাপার হলো, এ ম্যাচে প্রতি ওভারে চারটি করে বল করা হয়।
মারলেবোনের হয়ে প্রথম ইনিংসে ম্যাচের সর্বোচ্চ রান করেন শ্যাবনার (৫৫)।
ক্রিকেট আর্কাইভে সংরক্ষিত খেলার প্রায় সম্পূর্ণ স্কোরকার্ডটি দেখতে ক্লিক করুন এখানে।
নিউজনেক্সটবিডিডটকম/এসকেএস