লাইভ অস্ত্রোপচার বিএসএমএমইউতে

ঢাকা: একটি অস্ত্রোপচারকে লাইভ সম্প্রচারে দেখাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। জোড়া লাগানো যমজের অস্ত্রোপচার হাসপাতালে সরাসরি লাইভ দেখানো হচ্ছে।
বাগেরহাটের মো. জাকারিয়ার স্ত্রী হীরামনি গত ৭ মার্চ জোড়া লাগানো যমজ সন্তান প্রসব করেন। এদের একটি পূর্ণাঙ্গ শিশু। তার সঙ্গে জোড়া লাগানো আছে আরেকটি অপূর্ণাঙ্গ শিশু। তার মাথা, বুক ও দুই হাত নেই। অপূর্ণাঙ্গ শিশুটি তার অর্ধেক শরীর নিয়ে পূর্ণাঙ্গ শিশুর সঙ্গে যুক্ত।
এই অপূর্ণাঙ্গ শিশুটির অস্ত্রপচার লাইভ সম্প্রচার করা হচ্ছে। শিশু মোহাম্মদ আলীর মা-বাবা অস্ত্রোপচারকক্ষের বাইরে বসে আছেন। হাসপাতালের রোগীর স্বজন ও দর্শনার্থীরা সরাসরি এই অস্ত্রপচার দেখার সুযোগ পাচ্ছেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এমআইআর/এসআই