
ঢাকা: জনপ্রিয় সংগীতশিল্পী লাকী আখন্দের চিকিৎসার জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে দুই দিনের কনসার্টের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি। আগামী ১৬ ও ১৭ আগস্ট অনুষ্ঠেয় এই কনসার্টে গান পরিবেশন করবে ঢাকার প্রায় ত্রিশটি ব্যান্ড দল।
কণ্ঠশিল্পী, সুরকার, সংগীত পরিচালক ও মুক্তিযোদ্ধা লাকী আখন্দ ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে হাসপাতালে আছেন। তার চিকিৎসার ব্যয় নির্বাহের জন্য ভক্ত-অনুরাগীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে ‘ট্রিবিউট টু স্যার লাকী আখন্দ’ কনসার্টের উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী কেন্দ্রে (টিএসসি) আয়োজিত এই কনসার্টে যোগ দেয়া সংগীতপ্রেমীরা প্রখ্যাত এই শিল্পীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিতে পারবেন।
বর্তমান সময়ের জনপ্রিয় ব্যান্ডগুলো এই কনসার্টে গান পরিবেশন করবে। ১৬ আগস্ট সন্ধ্যায় গাইবেন শিল্পী তাহসানের দল ‘তাহসান দ্য ব্যান্ড’। কনসার্টে অংশ নেয়া অন্য ব্যান্ডগুলো হলো আর্বোভাইরাস, অ্যাভয়েড রাফা, ওল্ড স্কুল, অ্যাশেজ, সহজিয়া, চাতক, ওয়ারসাইট, দুর্গ,অর্জন, হ্যাশ, নিউ সোনার বাংলা সার্কাস, চাতক, আনস্পেসিফাইড, এক্সেনেমি, আপেক্ষিক, অ্যাক্রিড, অজ্ঞাতনামা, মানব, অসৃক, ঢাকা ১২০৭, রোদ, ইকুয়েশন, স্ক্রিচ, ফ্রিড, নীল নকশা,স্কিলড ও রেডিয়েশন। এছাড়া আরও অংশ নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল সোসাইটি।
কনসার্টের জন্য আলাদা কোন টিকিটের ব্যবস্থা থাকছে না। ৫০ টাকা থেকে শুরু করে যে কোনো অঙ্কের অর্থ সাহায্য দিয়ে কনসার্ট উপভোগ করতে পারবেন যে কেউ।
নিউজনেক্সটবিডি ডটকম/এএ/এফকে/জাই