
লালমনিরহাট: জেলার সীমান্ত পথকে নিরাপদ রুট হিসেবে বেছে নিয়েছে চোরাকারবারীরা। মাদকদ্রব্য পাচার চোরাকারবারীদের মূল টার্গেট হলেও মাদকের পাশাপাশি ভারতীয় প্রসাধন সামগ্রী, শার্ট-প্যান্ট, শাড়ি, বাইসাইকেলের যন্ত্রাংশ, মশলা, গরুসহ অনেক কিছুই চোরাই পথে আনছেন তারা।
বিজিবি জানান, ফেব্রুয়ারি মাসে ৫৩ লাখ ৭২ হাজার ৮৪৫ টাকার ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে বিজিবির টহল দল। ওই সব পণ্যের মধ্যে রয়েছে ৫৭৯ বোতল ফেনসিডিল, ১৮ কেজি গাঁজা, ২৩৯ বোতল বিদেশি মদ, ৯৭টি গরু, ৮১টি লুজটায়ার, ২৫০টি প্যান্ট পিস, ৪৩টি শাড়ি ও থ্রি পিস ও ৬টি বাইসাইকেল। ভারত-বাংলাদেশ সীমান্তঘেঁষা বিভিন্ন গ্রাম হয়ে এসব পণ্য দেশে পাচার করে নিয়ে আসছে চোরাকারবারীরা।
বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোর্শেদ বলেন, ‘মাদক ও চোরাচালান রোধে বিজিবি সদস্যরা প্রায় প্রতিদিনই চোরাই পণ্য জব্দ করে আসছে।’
প্রতিবেদন: আসাদুজ্জামান সাজু