লালমনিরহাটে জাতীয় দিবস পালনের লক্ষ্যে প্রেস ব্রিফিং

লালমনিরহাট: জাতীয় দিবস সমূহ পালনের লক্ষ্যে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে জেলা প্রশাসক আবুল ফয়েজ মো: আলাউদ্দিন খানের সভাপতিত্বে এ প্রেস ব্রিফিংয়ে জেলার কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এ সময় জানানো হয়, সরকারী সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে সকল জাতীয় দিবস রাতের প্রথম প্রহরে না করে প্রত্যুষ্যে পালন করতে হবে। তাছাড়াও ২৫ মার্চকে কালো রাত্রি হিসেবে পালন করা হবে।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রেজাউল আলম সরকার, সহকারী পুলিশ সুপার লিজা বেগম উপস্থিত ছিলেন।
প্রতিনিধি: আসাদুজ্জামান সাজু, সম্পাদনা: জাবেদ