লালমনিরহাটে বিনা টিকিটে রেলভ্রমনের দায়ে ৪৬ যাত্রীর জরিমানা

লালমনিরহাট: বিনা টিকিটে রেল ভ্রমনের দায়ে ৪৬ যাত্রীর জরিমানা করেছে রেলওয়ে। রোববার রাতে লালমনিরহাট রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়েছে।
লালমনিরহাটের রেলওয়ের সহকারী ট্রাফিক সুপারিয়েন্টেন্ট সাজ্জাত হোসেন জানান, লালমনিরহাট বুড়িমারী রেলরুটে লালমনিরহাট স্টেশনে কমিউটার ও করতোয়া এক্সপ্রেস ট্রেনে বিশেষ টিকিট চেকিং অভিযান পরিচালনা করা হয়েছে।
এসময় বিনা টিকিটে ট্রেন ভ্রমনের দায়ে ৪৬ জন যাত্রীর নিকট ৩ হাজার ৫ টাকা জরিমানা ও সমপরিমান ভাড়াও আদায় করা হয়েছে। এ অভিযান আগামি দিনেও অব্যহত থাকবে বলেও জানান রেলওয়ের ওই কর্মকর্তা।
প্রতিবেদক: আসাদুজ্জামান সাজু, সম্পাদনা: ইয়াসিন