লালমনিরহাটে বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলীকে কুপিয়ে হত্যা

নিউজনেক্সট ডেস্ক: লালমনিরহাটে বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
তিনি পাটগ্রাম মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে পাটগ্রাম উপজেলার সাহেব ডাঙ্গা পূর্ব পাড়া এলাকায় তার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
ওয়াজেদ আলী জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও প্রয়াত সংসদ সদস্য আবিদ আলীর ছোট ভাই।
পুলিশ জানায়, শুক্রবার রাতে পাটগ্রাম উপজেলা সদর বাজার থেকে বাড়ি ফিরছিলেন ওয়াজেদ আলী। তিনি নিজ বাড়ির প্রধান ফটকের কাছে পৌঁছানোর পর অন্ধকারে লুকিয়ে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
পরে স্বজন ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ওয়াজেদ আলীকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।