
লালমনিরহাট: জেলার কালিগঞ্জ উপজেলায় এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের অভিযোগে পুলিশ আব্দুস ছালামকে (২৬) গ্রেফতার করে জেল-হাজতে প্রেরণ করেছে। আব্দুস ছালাম ওই এলাকার আফজাল হোসেনের ছেলে বলে জানা গেছে।
বুধবার রাতে উপজেলার জামির আলী আশ্রম চরে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভোটমারি আফজাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী বাড়িতে একা অবস্থান করছিল। এমন সময় আব্দুছ সালাম তাকে জোর পূর্বক ধর্ষণ করে। পরে ওই ছাত্রীর মা সব ঘটনা শুনে দ্রুত মেয়েকে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করান। ধর্ষণের শিকার ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য বৃহস্পতিবার বিকালে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাতেই কালিগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে আব্দুছ সালামকে গ্রেফতার করেছে।
কালীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন বলেন, বুধবার রাতে থানায় অভিযোগ পাওয়ার পর পরই ধর্ষককে গ্রেফতার করা হয়েছে।
আসাদুজ্জামান সাজু (লালমনিরহাট), সম্পাদনা: জাহিদ