লালমনিরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

লালমনিরহাট: আদিতমারীতে ২৭ পুরিয়া হেরোইন ও ১০ পিস ইয়াবাসহ সফিয়ার রহমান ওরফে পঁচা (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার মধ্য রাতে ওই উপজেলার সারপুকুর ইউনিয়নের সরলখাঁ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সফিয়ার রহমান ওই এলাকার রহমান আলীর ছেলে।
লালমনিরহাট ডিবি পুলিশের এস আই কামাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সরলখাঁ এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনক ভাবে তামাক ক্ষেত থেকে সফিয়ার রহমানকে আটক করা হয়। এসময় তল্লাশী চালিয়ে ২৭ পুরিয়া হেরোইন ও ১০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আদিতমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রতিবেদক: আসাদুজ্জামান সাজু, সম্পাদনা: ইয়াসিন