লাশ হয়ে ফিরল ঢাকা আইডিয়ালের ছাত্রী তানহা

বরিশাল প্রতিনিধি । নিউজনেক্সট বিডি ডট কম
লাশ হয়ে ফিরলেন ঢাকা আইডিয়াল স্কুল এন্ড কলেজের ছাত্রী নিশাত তাসনিম তানহা(১৬)। বরিশালের উজিরপুরে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ২৪ ঘন্টা পরে মেধাবী ছাত্রী তানহার লাশ উদ্ধার উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ কামরুল হাসান নাসিম মোল্লার মেয়ে ২৯ আগষ্ট দুপুর সাড়ে ১২ টার দিকে বাড়ির সামনে খালে গোসল করতে গিয়ে পানি তলিয়ে যায়। তানহা সদ্য শেষ হওয়া এস এস সি পরীক্ষায় ঢাকা মতিঝিল আইডিয়াল স্কুল থেকে জিপিএ ফাইভ পেয়েছিল।
বুধবার সকাল ৮ টার দিকে বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীর কালির বাজার নামক স্হান থেকে লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।তার এই মর্মান্তিক মৃত্যুতে একদিকে পরিবারের আহাজারি অপরদিকে পুড়ো উপজেলা জুড়ে শোকের মাতম বইছে।