
ঢাকা: ঈদ আয়োজনে গ্লোবাল কমিউন এবং বিভিন্ন অঞ্চলে ব্যবহৃত প্রাচীন মোটিফ তুলে এনেছে ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ। কারচুপি, স্কিন প্রিন্ট ও এমব্রয়ডারির সমন্বয়, বিভিন্ন ডাইটেকনিক যেমন টাই ডাই, অম্ব্রিডাই, গ্লাস ওয়ার্ক ইত্যাদির মাধ্যমে নজরকাড়া নকশা ও কারুকার্যখচিত পোশাকের সমাহার নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ঈদ আয়োজন নিয়ে জানানো হয়, মেয়েদের জন্য আছে নতুন নকশার সালোয়ার-কামিজ, টিউনিক, লং কামিজ, টপস, লেডিস শার্ট, ফতুয়া, স্কার্ট ইত্যাদি। এছাড়াও কিমানো স্টাইলে রাফলড আপ টিউনিক, অ্যাসিমেট্রিক প্যাটার্ন (পেছন এবং সামনের লম্বার ভিন্নতা), স্লিভ ডিজাইন এবং বেল্টের ব্যবহার করা হয়েছে।
ছেলেদের জন্য পোশাকে রয়েছে বিভিন্ন অঞ্চলের প্রাচীন মোটিফ সমৃদ্ধ পাঞ্জাবি, বিভিন্ন চেক এবং স্ট্রাইপের আরামদায়ক কাপড়ের ক্যাজুয়্যাল শার্ট, পোলো শার্ট, টি-শার্ট, ডেনিম, চিনোস, বারমুডা, শর্টস ইত্যাদি। রঙের ক্ষেত্রে অফ হোয়াইট এর একটা রেঞ্জ, ইন্ডিগো ব্লু, বেইজ, ব্রাউন, শাদা, মেরুন, বেগুনী এবং কালোকে প্রাধান্য দেয়া হয়েছে।
এছাড়াও বাচ্চাদের জন্য রয়েছে পাঞ্জাবি, শার্ট, পোলো শার্ট, টি-শার্ট, ডেনিম, টুইল এবং মেয়ে বাচ্চাদের জন্য রয়েছে সালোয়ার-কামিজ, ঘাগড়া-চোলি, ফ্রক, টিউনিক, টি-শার্ট, স্কার্ট-টপস, থ্রি কোয়ার্টার, ডেনিম ইত্যাদি। এছাড়া নবজাতক শিশুদের জন্যও রয়েছে সালোয়ার-কামিজ, ঘাগড়া-চোলি, ফ্রক, নিমা, পাঞ্জাবি, শার্ট-প্যান্ট সেট ইত্যাদি।
লা রিভের ঈদ কালেকশন পাওয়া যাচ্ছে বনশ্রী, ধানমন্ডি, মিরপুর-১, উত্তরা, ওয়ারী, বেইলি রোড, যমুনা ফিউচার পার্ক, পুলিশ প্লাজা কনকর্ড ও বসুন্ধরা সিটিসহ নারায়ণগঞ্জ এবং সিলেট শোরুমগুলোতে।
এছাড়া প্রতিষ্ঠানটির ওয়েবসাইট থেকে ক্যাশ অন ডেলিভারিতে যে কেউ খুব সহজে পছন্দের পণ্যটি অর্ডার করতে পারবেন।
নিউজনেক্সটবিডি ডটকম/আরকে/জাই