
ঢাকা: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, গাইবান্ধা সুন্দরগঞ্জের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে হত্যার পেছনে বিএনপি-জামায়াতের হাত রয়েছে। অামরা প্রাথমিকভাবে ধারণা করেছি তাদের মদদে এই হত্যাকাণ্ডর ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
‘বিএনপির আমলে আমাদের দলীয় সংসদ সদস্য শাহ এইচ এম কিবরিয়া এবং আহসান উল্লাহ মাস্টারকে হত্যা করা হয়েছিল। এ হত্যাকাণ্ডে বিএনপি নেতারা জড়িত ছিল তা প্রমাণিত। আবার সে সময় জাতীয় সংসদে শোক প্রস্তাবও ওঠানো হয়নি। কিন্তু আজ তারা লিটন হত্যাকাণ্ড নিয়ে মায়া কান্না করছে’ বলেন হাছান মাহমুদ।
খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে পরাজয়ের মাধ্যমে বিএনপির জনপ্রিয়তা যে তলানীতে, তা তারা উপলব্ধি করতে পেরেছে। সেটি থেকে মুক্ত হওয়ার জন্য আওয়ামী লীগের নামে তারা মিথ্যাচার করছে।’
সংবাদ সম্মেলনে অরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
প্রতিবেদক: আশিক মাহমুদ, সম্পাদনা: ইয়াসিন