
ঢাকা: ক্যান্সারের কাছে পরাস্ত হয়ে অবশেষে না ফেরার দেশে পাড়ি জামলেন পাকিস্তানের কিংবদন্তী ক্রিকেটার ‘লিটল মাস্টার’ হানিফ মোহাম্মদ। বৃহস্পতিবার করাচির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। হাসপাতালের সুত্রে এই খবর নিশ্চিত করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এবং ইএসপিএন ক্রিকইনফো।
মৃত্যুর কিছু সময় আগেই হানিফ মোহাম্মদের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে সংবাদ মাধ্যমে। বৃহস্পতিবার বেশ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম তার মৃত্যুর খবর প্রকাশ করলে হানিফ মোহাম্মদের ছেলে জানিয়েছিলেন, তার বাবা জীবিত আছেন এবং গণমাধ্যমগুলো ভুল তথ্য প্রকাশ করছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, হঠাৎ করে তার বাবার হৃদস্পন্দন থেমে যায় এবং তারা মনে করেন যে হানিফ মারা গেছেন। তবে তিনি তখনও নিশ্বাস নিচ্ছিলেন বলে জানায় ডাক্তাররা।
এর আগে ২০১৩ সালের কোন একসময়ে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হন বিশ্ব ক্রিকেটের এই কিংবদন্তি। এছাড়াও দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন ৮১ বছর বয়সী এই ব্যাটিং লিজেন্ড। শ্বাসকষ্টজনিত কারণে গত ৩১ জুলাই তাকে করাচির একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।
নিজের প্রজন্মের বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন ছিলেন হানিফ মোহাম্মদ। পাকিস্তানের জার্সি গায়ে খেলেছেন ৫৫টি টেস্ট। রান ৪৩.৯৮ গড়ে ৩৯১৫। ১৫টি অর্ধশতকের সঙ্গে রয়েছে ১২টি সেঞ্চুরি। আর প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩৮ ম্যাচে তার ব্যাট থেকে আসে ১৭,০৫৯ রান, ব্যাটিং গড় ৫২.৩২।
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস