
ওয়াশিংটন: লিবিয়ায় জঙ্গিগোষ্ঠী আইএসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। লিবিয়ার জাতিসংঘ সমর্থিত সরকারের অনুরোধে এই হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন।
এদিকে লিবিয়ার জাতিসংঘ সমর্থিত সরকারের প্রধানমন্ত্রী ফায়েজ সিরাজি সোমবার টেলিভিশনে এক বিবৃতিতে জানান, সির্ত শহরের আইএসের ঘাঁটি লক্ষ্য করে মার্কিন যুদ্ধবিমান হামলা করেছে। সেইসঙ্গে তিনি পরিস্কার করে জানান, এক্ষেত্রে মার্কিন স্থল বাহিনী মোতায়েন করা হয়নি।
তিনি বলেন, প্রেসিডেন্সি কাউন্সিলের প্রধান সেনা কমান্ডার হিসেবে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সুনির্দিষ্ট বিমান হামলা চালানোর জন্য অনুরোধ করেছি। সোমবার সির্তে আইএসের ঘাঁটি লক্ষ্য করে প্রথম বিমান হামলা চালানো হয়। এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এই বিমান হামলার ফলে লিবিয়ার ঐক্যের সরকারের সঙ্গে সমন্বয় সাধন করে দেশটিতে প্রথমবারের মত মার্কিন সামরিক হস্তক্ষেপের ঘটনা ঘটল। সূত্র: বিবিসি
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/জাই