লেবাননে আত্মঘাতী বোমায় নিহত ৫

বৈরুত: লেবাননে আত্মঘাতী বোমা হামলায় ৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১৩ জন। লেবাননের পূর্বাঞ্চলের সিরিয়া সীমান্তের একটি গ্রামে বোমাটির বিস্ফোরণ হয় বলে জানা গেছে।
লেবানন রেডক্রস জানিয়েছে, সিরিয়া সীমান্তের কা’ নামক গ্রামে তিন আত্মঘাতী হামলাকারী নিজেদেরকে উড়িয়ে দেয়। হিজবুল্লাহ’র টিভি স্টেশন ‘আল-মানার’ নিহতের সংখ্যা ৬ জন বলে জানিয়েছে।
কে বা কার কী কারণে হামলাটি করেছে তা এখনো স্পষ্ট নয়। সিরিয়ার গৃহযুদ্ধের কারণে প্রতিবেশী দেশ লেবাননে দীর্ঘদিন ধরে জাতিগত বিবাদ চলে আসছে।
সিরিয়ার মতোই দেশটিতেও জনগণের মাঝে শিয়া-সুন্নি বিভক্তি প্রবলভাবে রয়েছে। সূত্র: বিবিসি।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই