
ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে জেমি ভার্ডির জোড়া গোলে লিভারপুলের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় পেয়েছে লেস্টার সিটি। এই জয়ে লিগের অবনমন অঞ্চল থেকে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
টানা হারে কোচ ক্লাওদিও রানিয়েরি বরখাস্ত হওয়ার পর প্রথম ম্যাচেই নিজেদের মাঠে অন্তর্বর্তীকালীন কোচ ক্রেইগ শেকস্পিয়ারের অধীনে লিভারপুলকে হারায় লেস্টার।
সোমবার রাতে ম্যাচের ২৮তম মিনিটে মার্ক আলব্রাইটনের মাপা লম্বা পাস ধরে বল নিয়ে ছুটে ডি-বক্সে ঢুকে নীচু শটে গোলরক্ষক সিমোন মিঁনোলে পরাস্ত করেন ভার্ডি। ১১ মিনিট পর ডি-বক্সের বাইরে বল পেয়ে দুর্দান্ত ভলিতে ডান পোস্ট দিয়ে জালে পাঠান ড্যানি ড্রিংকওয়াটার।
দ্বিতীয়ার্ধের ১৫তম মিনিটেই জয় নিশ্চিত হয়ে যায় লেস্টারের। বাঁ দিক থেকে ক্রিস্টিয়ান ফুকসের ক্রসে দুর্দান্ত হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন ইংলিশ স্ট্রাইকার ভার্ডি।
৬৮তম মিনিটে ডি-বক্সের ভেতর থেকে নীচু শটে ফিলিপে কৌতিনিয়োর গোলে ব্যবধানই কেবল কমাতে পারে ইয়ুর্গেন ক্লপের দল।
এই ম্যাচে ২০১৭ সালে লিগে প্রথম গোল পেল লেস্টার। লিগে টানা পাঁচ ম্যাচ হারের পর এই জয়ে ২৬ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চল থেকে পঞ্চদশ স্থানে উঠে এসেছে দলটি।
আর সব ধরনের প্রতিযোগিতা মিলে শেষ সাতটি ম্যাচের মধ্যে পাঁচটিতেই হারা লিভারপুল ৪৯ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে। ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি।
সম্পাদনা: জাবেদ চৌধুরী