Wednesday, October 5th, 2016
লোকসাহিত্য পুরস্কার পেলেন আহমেদ স্বপন মাহমুদ ও মোস্তাক আহমাদ দীন
October 5th, 2016 at 9:50 am
লোকসাহিত্য পুরস্কার পেলেন আহমেদ স্বপন মাহমুদ ও মোস্তাক আহমাদ দীন

ঢাকা: সাহিত্যের ছোট কাগজ ‘লোক’। এবার ‘লোক সাহিত্য পুরস্কার ২০১৬’ যৌথভাবে পেয়েছেন কবি আহমেদ স্বপন মাহমুদ ও মোস্তাক আহমাদ দীন। মঙ্গলবার পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।

এরপর গত বছর ঘোষিত পুরস্কার কবি সুব্রত অগাস্টিন গোমেজের প্রতিনিধির হাতে তুলে দেওয়া হয়।

মঙ্গলাবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে লোক সাহিত্য পুরস্কার প্রদানের এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক সলিমুল্লাহ খান। বিশেষ অতিথি ছিলেন কবি সৈয়দ তারিক ও কবি শামসেত তাজরেজী।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন কবি ও কথাসাহিত্যিক কাজল বন্দ্যোপাধ্যায়, কবি শহীদুল রিপন ও কবি ও প্রাবন্ধিক সাখাওয়াত টিপু।

২০১৫ সালের পুরস্কারপ্রাপ্ত কবি সুব্রত অগাস্টিন গোমেজ অস্ট্রেলিয়া প্রবাসী। যার কারণে প্রবাসী লেখক সুব্রত অগাস্টিন গোমেজের পাঠানো প্রতিনিধির হাতে এই পুরস্কারের অর্থমূল্য পঞ্চাশ হাজার টাকা, ক্রেস্ট, উত্তরীয় ও সম্মাননাপত্র তুলে দেওয়া হয়।

পুরুস্কার তুলে দেন-অধ্যাপক সলিমুল্লাহ খান। এর পর ভিডিও বক্তৃত্বা প্রদান করে অনুভূতি ব্যক্ত করেন সুব্রত অগাস্টিন গোমেজ।

ইতিপূর্বে বিভিন্ন সময়ে বাংলা সাহিত্যে অবদান রাখার জন্য ‘লোক সাহিত্য পুরস্কার’ পেয়েছেন-২০০৯ সালে কবি চঞ্চল আশরাফ, ২০১০ সালে কবি কুমার চক্রবর্তী, ২০১১ সালে কবি মুজিব মেহেদী, ২০১২ কবি মাহবুব কবির, ২০১৩ সালে কথা সাহিত্যিক ইমতিয়ার শামীম এবং ২০১৪ সালে কবি কামরুজ্জামান কামু এই পুরুস্কার পান।

 প্রতিবেদক  : প্রতিনিধি, সম্পাদনা: শিপন আলী

 


সর্বশেষ

আরও খবর

দ্য ডেইলি হিলারিয়াস বাস্টার্ডস

দ্য ডেইলি হিলারিয়াস বাস্টার্ডস


করোনা নিয়ে ওবায়দুল কাদেরের কবিতা

করোনা নিয়ে ওবায়দুল কাদেরের কবিতা


পাথর সময় ও অচেনা বৈশাখ

পাথর সময় ও অচেনা বৈশাখ


৭২-এর ঝর্ণাধারা

৭২-এর ঝর্ণাধারা


বইমেলায় আলতামিশ নাবিলের ‘লেট দেয়ার বি লাইট’

বইমেলায় আলতামিশ নাবিলের ‘লেট দেয়ার বি লাইট’


নাচ ধারাপাত নাচ!

নাচ ধারাপাত নাচ!


ক্রোকোডাইল ফার্ম

ক্রোকোডাইল ফার্ম


সামার অফ সানশাইন

সামার অফ সানশাইন


মুক্তিযুদ্ধে যোগদান

মুক্তিযুদ্ধে যোগদান


স্বাধীনতার ঘোষণা ও অস্থায়ী সরকার গঠন

স্বাধীনতার ঘোষণা ও অস্থায়ী সরকার গঠন