
পঞ্চগড়: জেলার আটোয়ারী উপজেলার সরদারপাড়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক পদে লোক দেখানো পরীক্ষার মাধ্যমে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। এতে প্রায় ১৯ লাখ টাকার নিয়োগ বাণিজ্য হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
জানা যায়, সম্প্রতি আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরদারপাড়া উচ্চ বিদ্যালয়ে একজন প্রধান শিক্ষক ও একজন সহকারি প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেয়া হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই ম্যানেজিং কমিটির সভাপতি এমদাদুল হক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলে তাদের পছন্দের দুই প্রার্থীর কাছ থেকে বিভিন্নভাবে প্রায় ১৯ লাখ টাকা নিয়ে নিয়োগ দেয়ার বন্দোবস্ত করেন বলে অভিযোগ করেছে স্থানীয়রা।
নিয়োগ পরীক্ষায় নিয়োজিত ডিজি’র প্রতিনিধি পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেখা রানী দেবীকে ম্যানেজ করে রোববার দুপুরে তড়িঘড়ি করে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এই পরীক্ষা সম্পন্ন করা হয়। এতে প্রধান শিক্ষক পদে ৫ জন ও সহকারী প্রধান শিক্ষক পদে ৩ জন প্রার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেন। কিন্তু পরীক্ষা শেষে হওয়ার মাত্র দশ মিনিটের মাথায় পছন্দের দুই প্রার্থীকে প্রধান শিক্ষক পদে ও সহকারী প্রধান শিক্ষক পদে উত্তীর্ণ ঘোষণা করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রার্থী জানান, আমাদের পরীক্ষা দিয়ে কোনো লাভ নেই এখানে নিয়োগ হয়ে গেছে আজকের পরীক্ষা শুধু লোক দেখানো।
তিনি আরো জানান, প্রধান শিক্ষক পদের বিপরীতে সভাপতি সাহেব নিয়েছেন ১৫ লাখ এবং সহকারী প্রধান শিক্ষক পদের বিপরিতে নিয়েছেন ৪ লাখ টাকা।
এ ব্যাপারে সরদার পাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এমদাদুল হকের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ কৌশলে এড়িয়ে যান।
এদিকে নিয়োগ পরীক্ষার ডিজি’র প্রতিনিধি পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেখা রানী দেবীর কাছে নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
নিউজনেক্সটবিডি ডটকম/এএ/জাই