
ডেস্ক: ওয়েব সার্চ জায়ান্ট গুগল’র তৈরি জনপ্রিয় ওয়েব ব্রাউজার গুগল ক্রোম ল্যাপটপের ব্যাটারির ক্ষতি করে বলে দাবি করেছে অপারেটিং সিস্টেম নির্মাতা ‘মাইক্রোসফট’। তাই ল্যাপটপে গুগল ক্রোম ব্যবহার না করার পরামর্শ দিচ্ছে প্রতিষ্ঠানটি।
ইন্ডিয়ান টাইমস’র এক খবরে বলা হয়, মাইক্রোসফট নিজেদের এজ ব্রাউজারের সঙ্গে অন্যান্য ব্রাউজারের তুলনা টানতে একটি ব্যাটারি টেস্ট ভিডিও ব্যবহার করে তারা। একই এইচডি ভিডিও মাইক্রোসফট এজ, গুগল ক্রোম, অপেরা মিনি ও ফায়ারফক্সে চালিয়ে এক ঘণ্টা পর যে ফল পাওয়া গেছে, তাতে সবার পেছনে গুগল ক্রোম রয়েছে বলে দাবি করা হয়।
ফলাফলটা ছিল এরকম… (ঘণ্টা, মিনিট ও সেকেন্ডে) ক্রোম – ৪:১৯:৫০, ফায়ারফক্স – ৫:০৯:৩০ অপেরা – ৬:১৮:৩০ ও মাইক্রোসফট এজ – ৭:২২:০৭
পরীক্ষার ফলাফলে দেখা গেছে, মাইক্রোসফট এজ ক্রোম থেকেও ৭০% বেশি সময় চলে। সাইট খোলা, ইমেইল পড়া, প্রতিবেদন বা ছোট ভিডিও দেখার ক্ষেত্রেও প্রতিপক্ষ ব্রাউজারের থেকে এজ ৩৬-৫৩% বেশি সময় চলে বলেও দাবি করা হয়।
নেট অ্যাপ্লিকেশনসের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ক্রোম এই মুহূর্তে ৪৫%-এরও বেশি মানুষ ব্যবহারের কারণে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্রাউজারের স্থান দখল করে রেখেছে। আর সবচেয়ে পিছিয়ে পড়েছে মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোরার। গত মে মাসে ৪১.৩৭% থেকে নেমে ৩৮.৬% মানুষ এই ব্রাউজার ব্যবহার করেছেন।
নিউজনেক্সটবিডি ডটকম/ আরকে/জাই