
ঢাকা: সোহরাওয়ার্দী উদ্যানে বড় আকারের সমাবেশ করে নিজেদের শক্তির জানান দিতে চাইছে বিএনপি। শনিবার নয়া পল্টনের কার্যালয়ে ঢাকা মহানগর বিএনপি যৌথসভায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন আভাস দিয়েছেন।
মির্জা ফখরুল বলেন, ‘সাত নভেম্বর আমাদের জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ দিবস। এ দিনই বাংলাদেশে জাতীয়তাবাদী রাজনীতির ভিত্তি রচিত হয়েছিল। এই দিনটিকে যথাযথভাবে পালনের লক্ষ্যে ঢাকা মহানগর বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। আশা করি তারা অনুমতি দেবেন।’
সভায় ব্যাপক জনসমাগমের আয়োজন করতে ঢাকার নেতাদের তাগিদ দিয়ে তিনি বলেন, ‘সেইদিন যেন আমরা এমন একটা সমাবেশ করতে পারি, যা থেকে প্রমাণিত হবে যে বিএনপি এখনও বাংলাদেশে এক নম্বর রাজনৈতিক দল। বিএনপির থেকে বড় কোনো রাজনৈতিক দল নেই- এটা আমাদেরকে প্রমাণ করতে হবে।’
বর্তমান পরিস্থিতি নেতা-কর্মীদের সামনে তুলে ধরে ফখরুল বলেন, ‘আমরা এক কঠিনতম সঙ্কট অতিক্রম করছি। গণতন্ত্রের জন্য, দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য এই সময়টা সবচাইতে কঠিন সময় যাচ্ছে।’
বিএনপির এই নেতা বলেন, ‘বর্তমান সরকার বিরোধীমতকে সহ্য করতে পারে না। তারা এখন ভিন্ন মোড়কে পুরনো কায়দায় একদলীয় বাকশালী শাসন চালাচ্ছে। বিরোধীদলকে দমন করে সেই পথেই এগোচ্ছে।’
সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এ যৌথ সভায় মির্জা ফখরুল সাত নভেম্বরের চেতনায় উজ্জীবিত হতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
ঢাকা মহানগর বিএনপির সভাপতি মির্জা আব্বাসের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুস সালাম ও আবুল খায়ের ভুইয়া।
গ্রন্থনা: ময়ূখ ইসলাম, সম্পাদনা: সজিব ঘোষ