
ঢাকা: একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য শক্তিশালী নির্বাচন কমিশন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউ’র আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক কমিটির প্রতিনিধিদল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।
এক প্রশ্নের জবাবে কমিটির চেয়ারম্যান বারন্ড ল্যাঙ বলেন, বাংলাদেশের আগামী নির্বাচন সামনে রেখে শক্তিশালী একটি নির্বাচন কমিশন গঠন চায় ইউরোপীয় পার্লামেন্ট। গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠিত ওই নতুন নির্বাচন কমিশনটি এমন হতে হবে, যাতে করে বিশ্বাসযোগ্য নির্বাচনের ব্যাপারে ভোটারদের আস্থা থাকবে।
তিনি বলেন, বাংলাদেশের সংবিধানে নির্বাচন কমিশন গঠনের বিষয়ে স্পষ্ট করে বলা আছে। গণতন্ত্রকে শক্তিশালী করার স্বার্থে সবার অংশগ্রহণে একটি নির্বাচন করার কথাও বলেছে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা।
ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলটি ১৪ নভেম্বর ঢাকায় আসেন। বৃহস্পতিবার রাতে প্রতিনিধিদল খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন।
প্রতিনিধি দলটি স্পিকার শিরিন শারমিন চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদসহ সংশ্লিষ্টদের সঙ্গেও বৈঠক করেছেন।
গ্রন্থনা ও সম্পাদনা: প্রণব