
ঢাকাঃ কিছুদিন পরেই ঈদ। আর এই ঈদে চলচ্চিত্র প্রেমীদের বাড়তি আনন্দ যোগ করতে মুক্তি পাচ্ছে ঢালিউড কিং শাকিব খানের তিনটি বড় বাজেটের ছবি। দর্শকদের জন্য আনন্দের সংবাদ হলেও কিং খান শাকিব এ নিয়ে অনেকটাই দুশ্চিন্তায়। কেননা একই সঙ্গে তিনটি বড় ছবি মুক্তি পেলে তা ভালো ব্যবসা করতে পারবে না বলে মনে করেন হালের এই জনপ্রিয় নায়ক।
শাকিব বলেন, ‘একটা সীমা থাকা দরকার। এভাবে ছবি মুক্তি দিলে তো ব্যবসাই হবে না। চলচ্চিত্র ব্যবসার ওপর খারাপ প্রভাব পড়বে। আমাদের প্রেক্ষাগৃহ কমে গেছে। ঈদের সময় হয়তো বিশেষ ব্যবস্থায় বাড়তি কিছু প্রেক্ষাগৃহ চালু থাকবে। কিন্তু এত কম প্রেক্ষাগৃহে একসঙ্গে এত ছবি চালালে বিনিয়োগ উঠবে না।’
তিনি বলেন, যারা আমাকে নিয়ে বড় বাজেটের ছবি বানান, তারা চান ঈদে ছবি চালিয়ে টাকা তুলে আনবেন। কিন্তু একসঙ্গে আমার তিনটি ছবি মুক্তি পেলে তো প্রয়োজনীয় সংখ্যক প্রেক্ষাগৃহই পাবেন না তারা। এতে তো লোকসান হবে। এই লোকসানের নেতিবাচক প্রভাব পড়বে পুরো চলচ্চিত্রশিল্পের ওপরে।’
গত বছরের ঈদুল ফিতরে মুক্তি পায় শাকিব অভিনীত একমাত্র ছবি লাভ ম্যারেজ। ১৬৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ায় দারুণ ব্যবসা করেছিল সেটি।নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ ও জাকির হোসেন সীমান্তের ছবি সম্রাট ও শিকারি ছবি দু’টিই এই ঈদে মুক্তির কথা রয়েছে। এদিকে বুধবার সেন্সর ছাড়পত্র পেয়েছে শামীম আহমেদ রনির পরিচালনায় ছবি ‘রানা পাগলা’। যদিও ছবির আগের নাম ছিল ‘মেন্টাল’।
নিয়ম অনুসারে ছবিটির ইংরেজি নাম কর্তন করেছে সেন্সর বোর্ড। ‘মেন্টাল’ ছবির নতুন নাম ‘রানা পাগলা’। নাম কর্তন সাপেক্ষেই ছবিটিকে সেন্সর ছাড়পত্র দেয় সেন্সর বোর্ড। ছবিটি মুক্তি পাবার কথা ছিল পয়লা বৈশাখ বা ভালোবাসা দিবসে।
‘শিকারি’ ছবিতে শাকিব খানের নায়িকা কলকাতার শ্রাবন্তী। ‘রানা পাগলা’ ছবিতে এই নায়কের বিপরীতে দেখা যাবে তিশা ও পড়শীকে। এদিকে সম্রাট ছবিটিতে মূল ভুমিকায় অভিনয় করেছেন ঢালিউড কিং শাকিব খান। এতে আরো অভিনয় করেছেন ওপার বাংলার নায়ক ইন্দ্রনীল সেনগুপ্ত, অপু বিশ্বাস ও মিশা সওদাগর।
নিউজনেক্সটবিডি ডটকম/এএ/এসজি