
ডেস্ক: ভারতের উত্তর প্রদেশে বিজেপির রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে যোগী আদিত্যনাথ দায়িত্ব নেয়ার কয়েক দিনের মধ্যেই শতাধিক পুলিশ সদস্যকে বহিষ্কার করা হয়েছে। খবর এনডিটিভি এবং টাইমস অব ইন্ডিয়া।
বহিষ্কৃতদের মধ্যে অধিকাংশই পুলিশের কনস্টেবল। গাজিয়াবাদ, মেরুত ও নোদিয়াতেই বেশিরভাগ কনস্টেবলের বহিষ্কারের ঘটনা ঘটেছে। লক্ষ্ণৌতে সাতজন ইন্সপেক্টরকে বহিষ্কার করা হয়েছে।
উত্তর প্রদেশ পুলিশের মুখপাত্র রাহুল শ্রীবাস্তব জানান, ডিজিপি জাভেদ আহমেদ কয়েকদিন আগে পুলিশের একটি কালো তালিকা তৈরি করেছেন। ঐ তালিকা ধরেই শতাধিক পুলিশ সদস্যকে বহিষ্কার করা হয়েছে। এটা একটা উদাহরণ হয়ে থাকলো।
যোগী আদিত্যনাথের কার্যালয় থেকে বের হওয়ার ঘণ্টাখানেক পরেই রাজ্য পুলিশ প্রধান ও মুখ্য সচিব দেবাশীষ পান্ডা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সকল পুলিশ সুপারকে সতর্ক বার্তা দিয়েছেন।
গ্রন্থনা ও সম্পাদনা: প্রণব