
ভ্যালেত্তা (মাল্টা): লিবিয়ার অভ্যন্তরীণ ফ্লাইটের একটি বিমান শুক্রবার ছিনতাই করার পর ভূমধ্যসাগরীয় দ্বীপ মাল্টায় অবতরণ করা হয়েছে।
লিবিয়ার রাষ্ট্রীয় বিমান সংস্থা আফ্রিকিয়াহ এয়ারয়েজের এয়ারবাস এ-৩২০ বিমানটিতে ১১৮ জন যাত্রী রয়েছে। অভ্যন্তরীণ রুটে চলাচল করা বিমানটি দুজন ছিনতাইকারী গ্রেনেড দিয়ে উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে বলে জানায় টাইমস অব মাল্টা।
মাল্টার প্রধানমন্ত্রী জোসেফ মাসকাত ঘটনার শুরুতেই টুইটারে এটিকে সম্ভাব্য ছিনতাই বলে উল্লেখ করেছিলেন। পরে তিনি জানান, ছিনতাই করা বিমান থেকে নারী, শিশুসহ ২৫ যাত্রীকে মুক্তি দেয়া হয়েছে।
এয়ারবাস এ-৩২০ বিমানটি লিবিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সেবাহ থেকে রাজধানী ত্রিপোলির উদ্দেশ্যে যাচ্ছিল। লিবিয়া উপকূল থেকে ৫০০ কিলোমিটার উত্তরে ভূমধ্যসাগরে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র মাল্টার অবস্থান।
উল্লেখ্য, ২০১১ সালে লিবিয়ার তৎকালীন শাসক মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে নৈরাজ্যকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে দেশটি। বর্তমানে আইএসসহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠী লিবিয়ায় সক্রিয় রয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
গ্রন্থনা: ফারহানা করিম, সম্পাদনা: জাহিদ