শনিবার ট্রেনের টিকিট বিক্রি হবে না

ঢাকা: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে শনিবার (২৫ জুন) ঢাকার কমলাপুর স্টেশনে ঈদের অগ্রিম টিকেট বিক্রয় বন্ধ থাকবে।
রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর কমলাপুর স্টেশনে ২৫ জুন ঈদের ট্রেন টিকিট বিক্রি বন্ধ থাকবে। তবে তা পরদিন ২৬ জুন বিক্রি হবে। ২৫ জুন স্টেশনের কাউন্টারগুলো থেকে আগামী ৪ জুলাইয়ের টিকেট বিক্রির কথা ছিল।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন ৪ জুলাইয়ের টিকিট বিক্রি হবে আগামী ২৬ জুলাই এবং পরদিন ২৭ জুন বিক্রী হবে ৫ জুলাইয়ের টিকেট।
নিউজনেক্সটবিডি ডটকম/জাই