শনিবার বিকেলে আসবে সৈয়দ আশরাফের মরদেহ

ঢাকা: আগামীকাল শনিবার দেশের মাটিতে আনা হবে সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দ আশরাফুল ইসলামের একান্ত সচিব এ কে এম সাজ্জাদ হোসেন শাহীন।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে কয়েক মাস ধরে সেখানে চিকিৎসা নিচ্ছিলেন একাত্তরের এই বীর মুক্তিযোদ্ধা।
নির্মোহ ও সজ্জন রাজনীতিবিদ হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৬৮ বছর।
সৈয়দ আশরাফের মৃত্যুতে আওয়ামী লীগের নেতাকর্মীসহ সব মহলে শোকের ছায়া নেমে এসেছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
গ্রন্থনা ও সম্পাদনা: এম কে রায়হান