
ঢাকাঃ বাস্তবে কল্পনার পরীকে ক’জন দেখেছেন জানা নেই, তবে সেই কল্পনার পরীর সঙ্গে এই পরীর অবস্থান সম্পূর্ণই উল্টো। এ এক নতুন পরীর অধ্যায়। এখানে পরীকে দেখা যাবে অ্যাকশন রূপে।
তবে রূপের জৌলুশ যে থাকছে না, তা কিন্তু নয়। এমন রূপ রহস্য ও অ্যাকশন নিয়ে বড় পর্দায় আরো একবার ধামাকার জন্য প্রস্তুত পরীর ‘রক্ত’। আর তারই এক ঝলক ইউটিউবে প্রকাশ করা হয়েছে গেল সোমবার। ছবিটির ফাস্ট লুক।এবার অপেক্ষার পালা ‘ডানা কাটা পরী’ শিরোনামে ‘গানটি প্রকাশের। শনিবার রাতে ‘ডানা কাটা পরী’ গানটি প্রকাশ পাচ্ছে।
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ইতিহাসে এ যাবৎকালের সর্বাধিক ব্যয়বহুল আইটেম গান এটি। আসছে ঈদুল আযহায় মুক্তি পাবে হালের জনপ্রিয় নায়িকা পরীমণি অভিনীত এই ছবিটি। বিগ বাজেটের এই ছবিতে অ্যাকশন দৃশ্যে দেখা যাবে তাকে। শুটিং চলাকালে ‘রক্ত’ নিয়ে পরীমণির একাধিক বক্তব্য মিডিয়াতে এসেছে।
গান প্রকাশ প্রসঙ্গে জানতে চাইলে পরীমণি নিউজনেক্সটবিডি ডটকমকে বলেন, ‘শনিবার রাত ৮ টায় ইউটিউবে প্রকাশিত হবে ‘ডানা কাটা পরী’ গানটি। কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়ের ‘পরী’ শিরোনামের গানটির সুর করেছেন আকাশ এবং কণ্ঠ দিয়েছেন কনিকা কাপুর। কোরিওগ্রাফি করেছেন বাবা যাদব। আশাকরি বিগ বাজেটের এই আইটেম গানটি সবার ভাল লাগবে।’
জাজের দাবি, দেশে এ যাবতকালের সবচেয়ে ব্যয়বহুল আইটেম গান হবে এটি। আসন্ন ঈদুল আজহায় দেশের শতাধিক এবং কলকাতায় ১৩০টি সিনেমা হলে একযোগে ‘রক্ত’ সিনেমাটি মুক্তি পাবে।
নিউজনেক্সটবিডি ডটকম/এএ/পিএসএস