
ঢাকা: দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের বিজয়ী চেয়ারম্যান কবির আহমেদের বিষয়ে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করে দিয়েছেন সুপ্রিমোকোর্টের আপিল বিভাগ।
ফলে ওই বিজয়ী প্রার্থী কবিরের অনুকূলে গ্রেজেট প্রকাশ এবং শপথ নিতে আর কোনো বাধা রইলো না। আদালতের আদেশের পর সোমবার তার আইনজীবী মধু মালতি চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।
৩১ মার্চ ওই ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী কবির আহমেদ (ঘোড়া প্রতীক) তিন হাজার ৪০ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জহির রায়হান (নৌকা প্রতীক) নিয়ে দুই হাজার ৭৪৯ ভোট পান।
পরে নির্বাচনে পরাজিত প্রার্থী জহির রায়হান (নৌকা প্রতীক) ২৪ এপ্রিল হাইকের্টে রিট করেন। যেখানে অভিযোগ করা হয় তিনি (কবীর আহমেদ) নরসিংদী থানায় একটি চাঁদাবাজি ও মারামারির মামলার চার্জভিটভুক্ত আসামি। এ তথ্য গোপন করে নির্বাচনে অংশ নিয়েছেন, যা সম্পূর্ণ বেআইনি। হাইকোর্ট ওই রিটের শুনানি শেষে নির্বাচনের ফল তিন মাসের জন্য স্থগিত করেন। একই সঙ্গে বিজয়ী প্রার্থীর শপথ ও নির্বাচন কমিশনের গেজেট স্থগিত করেন আদালত।
হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে বিজয়ী প্রার্থী কবির আহমেদ লিভ টু আপিল করেন। সেই আপিলের শুনানি শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ হাইকোর্টের আদেশ স্থগিত করেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এফএইচ/এসজি/জাই