Wednesday, September 27th, 2023
শপথ নিলেন অভিনয় শিল্পী সংঘের নির্বাচিত নেতারা
February 16th, 2017 at 8:55 am
শপথ নিলেন অভিনয় শিল্পী সংঘের নির্বাচিত নেতারা

ঢাকা: শপথ নিলেন নবনির্বাচিত অভিনয় শিল্পী সংঘের সদস্যরা। বুধবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অভিনয়শিল্পী সংঘের নির্বাচিত শিল্পীদের শপথবাক্য পাঠ করান সংগঠনটির আহ্বায়ক মামুনুর রশীদ।

এবার নির্বাচন কমিশনারের দায়িত্বে পালন করেন এস এম মহসিন। তিনি অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য প্রার্থীদের ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করে বলেন, নতুন কমিটি অভিনয়শিল্পী সংঘকে এগিয়ে নিয়ে যাবে।

শিল্পীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা, গঠনতন্ত্র প্রণয়ন ও তার প্রতি আনুগত্য, ভালো কাজের মাধ্যমে অভিনয়শিল্পী সংঘকে মর্যাদাপূর্ণ এবং অনুকরণীয় পেশাদারী সংগঠন হিসেবে গড়ে তোলার শপথ নেন সবাই।

শপথ শেষে অভিনয়শিল্পী সংঘের সদ্য নির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে শুভেচ্ছা জানান ডিরেক্টরস গিল্ড, ক্যামেরা অ্যাসোসিয়েশন, নাট্যকার সংঘসহ টেলিভিশন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন।

নবনির্বাচিত সভাপতি শহীদুল আলম সাচ্চু তার বক্তব্যের শুরুতে পাবনা থেকে ঢাকায় ভোট দিতে আসার পথে সড়ক দুর্ঘটনায় নিহত অভিনয়শিল্পী মোজাম্মেল হকের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সবাইকে নিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। তিনি অভিনয়শিল্পী সংঘের আগামী নির্বাচন ডিজিটাল পদ্ধতিতে অর্থাৎ ইলেক্ট্রো ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে আয়োজন করার ব্যাপারে আশাপ্রকাশ করেন। এছাড়া শিল্পীদের স্বার্থে কাজ করার অঙ্গীকার করেন।

অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম জানান, তারা স্বল্প মেয়াদী, মধ্য মেয়াদী ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনার মাধ্যমে শিল্পীদের সমস্যা নিরসনে কাজ করবেন।

উল্লেখ্য, ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা ভবনে প্রথমবারের মতো অভিনয়শিল্পী সংঘের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি নির্বাচিত হন শহীদুল আলম সাচ্চু এবং সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আজাদ আবুল কালাম, জাহিদ হোসেন শোভন ও তানভীন সুইটি, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান মিলন ও রওনক হাসান, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান জর্জ, অর্থ সম্পাদক তানিয়া আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ঊর্মিলা শ্রাবন্তী কর, দফতর সম্পাদক শামস সুমন, অনুষ্ঠান সম্পাদক বন্যা মির্জা, আইন ও কল্যাণ সম্পাদক শামীমা ইসলাম তুষ্টি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে ওমর আয়াজ অনি নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে নির্বাচিত হয়েছেন আহসানুল হক মিনু, ইন্তেখাব দিনার, সেলিম মাহবুব, জাকিয়া বারী মম, নিকুল কুমার মণ্ডল, সুজাত শিমুল, মুকুল সিরাজ ও সনি রহমান।

প্রতিবেদন: আসিফ আলম, সম্পাদনা: প্রণব


সর্বশেষ

আরও খবর

‘অ্যালুমিনিয়ামের ডানা’ মেঘদলের নতুন গান

‘অ্যালুমিনিয়ামের ডানা’ মেঘদলের নতুন গান


১৫ আগস্ট মিলনের গল্প ‘নেতা যে রাতে নিহত হলেন’ মঞ্চে আসছে

১৫ আগস্ট মিলনের গল্প ‘নেতা যে রাতে নিহত হলেন’ মঞ্চে আসছে


ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা পলাশ পুত্রসন্তানের বাবা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা পলাশ পুত্রসন্তানের বাবা


লালসার বাস্তব গল্প ‘লাস্ট স্টোরিজ ২’, পরিচালক কঙ্কনা প্রশংসিত

লালসার বাস্তব গল্প ‘লাস্ট স্টোরিজ ২’, পরিচালক কঙ্কনা প্রশংসিত


চিত্রনায়ক ফারুক সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে

চিত্রনায়ক ফারুক সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে


মেরিল- প্রথম আলো পুরস্কার: সীমিতদৈর্ঘ্য কাহিনিচিত্রে সেরা অভিনেত্রী কেউ বিবেচিত হননি!

মেরিল- প্রথম আলো পুরস্কার: সীমিতদৈর্ঘ্য কাহিনিচিত্রে সেরা অভিনেত্রী কেউ বিবেচিত হননি!


ফেসবুকে শাকিব খানকে বুবলীর খোলা চিঠি

ফেসবুকে শাকিব খানকে বুবলীর খোলা চিঠি


জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২ আবেদনের সময় ১০ মে পর্যন্ত

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২ আবেদনের সময় ১০ মে পর্যন্ত


চাঁদ রাতে গুরুর নতুন গান

চাঁদ রাতে গুরুর নতুন গান


যেসব শর্তে দেশের প্রেক্ষাগৃহে হিন্দি চলচ্চিত্র মুক্তির অনুমতি

যেসব শর্তে দেশের প্রেক্ষাগৃহে হিন্দি চলচ্চিত্র মুক্তির অনুমতি