
জেনেভা: ইউরোপের ধনী দেশগুলির অন্যতম সুইজারল্যান্ডের একটি গ্রাম শরণার্থী গ্রহণ করার বদলে ২ লাখ পাউন্ড জরিমানা দেয়াকেই শ্রেয় বলে মনে করেছে।
ছবির মত সুন্দর একটি গ্রাম সুইজারল্যান্ডের ওবেরউইল-লেইলি। গ্রামের ২২ হাজার বাসিন্দার মধ্যে ৩০০ জনই ধনকুবের।
সুইস সরকার সম্প্রতি ৫০ হাজার শরণার্থী গ্রহণ করার ঘোষণা দিয়েছে। এর ফলে শরণার্থী নিয়ে দেশটির নতুন প্রণীত আইনে কোটা প্রথার বিধান রাখা হয়েছে। এর আওতায় দেশজুড়ে ২৬ টি কাউন্টিতে এসব শরণার্থীদের ভাগ করে দেয়া হবে।
কিন্তু ওবেরউইল-লেইলি গ্রামের বাসিন্দারা ১০ জন শরণার্থী গ্রহণ করতে অপারগতা জানিয়েছেন। তারা এর পরিবর্তে ২ লাখ পাউন্ড জরিমানা দিতে সম্মত হয়েছেন।
শরণার্থী গ্রহণে ভেটো দেয়ায় অনেকেই গ্রামের বাসিন্দাদের বর্ণবাদী বলে উল্লেখ করেন। কিন্তু মেয়র অ্যান্ড্রিয়াস গ্লার্নার নিজেদের বর্ণবাদী ভাবতে নারাজ।
মেয়র বলেন, সিরিয়ার শরণার্থীদের সাহায্য করা উচিত। কিন্তু এক্ষেত্রে তাদের দেশের আশেপাশে যেসব শিবির রয়েছে সেগুলোতে আর্থিক সাহায্য দেয়া উচিত বলে আমি মনে করি।
তিনি বলেন, আমরা যদি এসব শরণার্থীদের নিজ দেশে আশ্রয় দিতে রাজি হই, তাহলে তারা আরও বেশি সংখ্যায় সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপে আসতে উৎসাহী হবে। এতে মানব পাচারকারীদের লাভ হবে বেশি।
এছাড়া শরণার্থীদের সঙ্গে তাদের ভাষার ব্যবধানও এদের গ্রহণ না করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি ইস্যু বলে মনে করেন তিনি।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা এবং আন্তর্জাতিক অভিবাসী সংস্থার হিসাব অনুযায়ী, ২০১৫ সালের ২১ ডিসেম্বর পর্যন্ত ইউরোপে প্রায় ১০ লাখ শরণার্থীর আগমন ঘটে। সূত্র: এনডিটিভি
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/এফআর