
ত্রিপোলি: লিবিয়ার উপকূলবর্তী ভুমধ্যসাগরে শরণার্থী বোঝাই দু’টি জাহাজ ডুবে অন্তত ২৪০ শরণার্থীর প্রাণহানি ঘটেছে বলে আশংকা করছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা।
বৃহস্পতিবার জাতিসংঘের রোমভিত্তিক শরণার্থী বিষয়ক সংস্থার মুখপাত্র কারলোটা সামি জানান, ভূমধ্যসাগরে ইতালির লাম্পেদুসা দ্বীপে আশ্রয় নেয়া বেঁচে যাওয়া শরণার্থীরা এই খবর নিশ্চিত করেন। অবশ্য এখনো পর্যন্ত কোন মরদেহ উদ্ধার করা হয়নি।
তিনি উল্লেখ করেন, বৃহস্পতিবার ডুবে যাওয়া দু’টি জাহাজ থেকে ৩১ জনের মতো শরণার্থী বেঁচে যান। পরবর্তীতে তারা সাঁতার কেটে লাম্পেদুসা দ্বীপে আশ্রয় নেন। তাদের জাহাজ গভীর সমুদ্রে ডুবে যাওয়ার ঘটনা বর্ণনা করেন তারা। প্রথম জাহাজ ডুবে যাওয়ার পরে ২৯ জন বেঁচে যেতে সক্ষম হন। কিন্তু ১২০ জন নিখোঁজ হয়ে যান।
উদ্ধারকর্মীদের অভিযানের সময় দুই নারী শরণার্থীকে সাগরে সাঁতার কাটা অবস্থায় দেখা যায়। জাহাজডুবির ঘটনায় আরো ১২০ জন নিহত হওয়ার খবর প্রকাশ করেন তারা। উভয় জাহাজের শরণার্থীরা ছিলেন সাব-সাহারা আফ্রিকার মানুষ। তবে সামি জানান, ত্রাণকর্মীরা এই ব্যাপারে এখনো বিস্তারিত কিছু জানতে পারেননি।
এদিকে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন এর প্রধান মুখপাত্র লিওনার্ড ডয়েল জানান, সর্বশেষ জাহাজ ডুবির ফলে চলতি বছরে এ পর্যন্ত চার হাজার ২২০ জন ভূমধ্যসাগরে প্রাণ হারিয়েছেন। এটি সর্বোচ্চ রেকর্ড। আর ২০১৬ সালকে শরণার্থীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী বছর হতে পারে বলে সতর্ক করে দিয়েছে জাতিসংঘ। সূত্র : আল জাজিরা
গ্রন্থনা : ফারহানা করিম, সম্পাদনা: সজিব ঘোষ