Monday, June 20th, 2016
শরণার্থী সাড়ে ছয়কোটি, বাংলাদেশে ৫ লাখ
June 20th, 2016 at 1:08 pm
শরণার্থী সাড়ে ছয়কোটি, বাংলাদেশে ৫ লাখ

ঢাকা: বিশ্বে সাড়ে ছয় কোটি মানুষ বাস্তুচ্যুত এবং প্রতিদিন ৩৪ হাজার মানুষ ভিটেছাড়া হচ্ছেন– শরণার্থীদের এমন চিত্র উঠে এসেছে জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনের (ইউএনএইচসিআর) এক প্রতিবেদনে।

প্রতিবেদনটিতে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে প্রায় ১১ হাজার বাংলাদেশি রয়েছেন। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ৩ থেকে ৫ লাখ শরণার্থী রয়েছেন। যার বেশিরভাগই রোহিঙ্গা।

ইউএনএইচসিআর’র তথ্যমতে,  দেশছাড়া সাড়ে ছয়কোটি মানুষের মধ্যে ২ কোটি ১৩ লাখ শরণার্থী হিসেবে স্বীকৃতি পেয়েছেন। যাদের বেশিরভাগই যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তান, ইরাক, সিরিয়া ও সোমালিয়ার নাগরিক। যুদ্ধের কারণে এসব দেশ থেকে হাজার হাজার মানুষ প্রতিদিনই অভিবাসনের প্রত্যাশায় পশ্চিমা দেশগুলোর সীমান্তে ভিড় জমাচ্ছেন।

প্রতি বছরই এসব দেশ থেকে আসা শরণার্থীরা অবৈধভাবে সাগর পাড়ি দিতে গিয়ে নৌকাডুবিতে মারা যাচ্ছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এই পরিস্থিতিকে সামনে রেখেই সোমবার সারাবিশ্বে পালিত হচ্ছে আন্তর্জাতিক শরণার্থী দিবস।

kutupalong 1

শরণার্থীদের অধিকার রক্ষায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর প্রতিবছর এই দিবসটি পালন করে থাকে। এ বিষয়ে সংস্থাটি কিছু কর্মসূচিও পালন করে। সংস্থাটির তথ্য মতে, বর্তমানে বিভিন্ন দেশের শরণার্থীদের মধ্যে তুরস্কে ২৫ লাখ, পাকিস্তানে ১৬ লাখ, লেবাননে ১১ লাখ, ইরানে প্রায় ১০ লাখ, ইথিওপিয়ায় পৌনে ১০ লাখ ও জর্ডানে প্রায় ৭ লাখ শরণার্থী রয়েছেন।

এ ছাড়া কেনিয়ায় প্রায় ৬ লাখ, উগান্ডায় ৪ লাখ ২৮ হাজার, চাদে ৪ লাখ ২১ হাজার, সুদানে ৩ লাখ ২২ হাজার, ইরাকে ২ লাখ ৮৮ হাজার ও সিরিয়ায় দেড় লাখ শরণার্থী রয়েছেন। এ বছর প্রায় ২ লাখ ১১ হাজার ৫৬৩ জন ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপে আশ্রয় নিয়েছেন। গত বছর এই সংখ্যা ছিল ১০ লাখের বেশি।

বর্তমানে বাংলাদেশে ৩ থেকে ৫ শরণার্থী রয়েছেন। বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী উপজেলা টেকনাফ ও উখিয়ায় রয়েছে প্রায় ৩৫ হাজার নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী। যারা মিয়ানমার থেকে এসেছেন। এ ছাড়া নিবন্ধিত ও অনিবন্ধিত কয়েক লাখ রোহিঙ্গা কক্সবাজার ও পার্বত্য জেলাসহ দেশের বিভিন্ন স্থানে বসবাস করছে।

ইউএনএইচসিআরের ঢাকা কার্যালয় জানিয়েছে, গত বছর বিভিন্ন দেশে ৩২ হাজার ৯৭৭ জন বাংলাদেশি ইউএনএইচসিআরের সহায়তা চেয়েছেন। যাদের মধ্যে ১০ হাজার ৮৮১ জন শরণার্থী হিসেবে স্বীকৃতি পেয়েছেন।

নিউজনেক্সটবিডি ডটকম/এমএস/এসআই


সর্বশেষ

আরও খবর

করোনায় মৃতের সংখ্যা ছাড়াল ১০ হাজার

করোনায় মৃতের সংখ্যা ছাড়াল ১০ হাজার


জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই জরিমানা

জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই জরিমানা


লকডাউনের নামে সরকার ক্র্যাকডাউন চালাচ্ছে: ফখরুল

লকডাউনের নামে সরকার ক্র্যাকডাউন চালাচ্ছে: ফখরুল


আসামে বন্দী রোহিঙ্গা কিশোরীকে কক্সবাজারে চায় পরিবার

আসামে বন্দী রোহিঙ্গা কিশোরীকে কক্সবাজারে চায় পরিবার


ছয় দিনে নির্যাতিত অর্ধশত সাংবাদিক: মামলা নেই, কাটেনি আতঙ্ক

ছয় দিনে নির্যাতিত অর্ধশত সাংবাদিক: মামলা নেই, কাটেনি আতঙ্ক


ঢাকা-দিল্লি ৫ সমঝোতা স্মারক সই

ঢাকা-দিল্লি ৫ সমঝোতা স্মারক সই


করোনায় আরও ৩৯ মৃত্যু

করোনায় আরও ৩৯ মৃত্যু


নাশকতা ঠেকাতে র‍্যাব-পুলিশের কঠোর অবস্থান

নাশকতা ঠেকাতে র‍্যাব-পুলিশের কঠোর অবস্থান


শুক্র ও শনিবার যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে

শুক্র ও শনিবার যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে


মতিঝিলে মোদিবিরোধী বিক্ষোভ, শিশুবক্তা রফিকুলসহ অন্তত ১০ জন আটক

মতিঝিলে মোদিবিরোধী বিক্ষোভ, শিশুবক্তা রফিকুলসহ অন্তত ১০ জন আটক