
ঢাকা: শরিকদের ৭০টির বেশি আসন দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে শরিকদের সঙ্গে চার ঘণ্টার বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, আমরা ইন্টারনাল আলোচনা করছি। ১৪ দল ও জাতীয় পার্টিসহ অন্য শরিক দলের সঙ্গেও আমরা কথা বলেছি। এখনও আসন ভাগাভাগির বিষয়টি আলোচনার মধ্যে রয়েছে। কাল-পরশুর মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
এ ব্যাপারে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, ‘আসন বণ্টন চূড়ান্ত হওয়ার সময় আরও ভালো কিছু পাব।’
জাতীয় পার্টির প্রতিনিধি দলে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশিদ, মশিউর রহমান রাঙ্গা, জিয়াউদ্দিন বাবলু, মুজিবুল হক চুন্নু উপস্থিত ছিলেন।
এদিকে জাসদের একাংশের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরিন আকতারের সঙ্গে বৈঠক পর আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের জন্য তিনটি আসন ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে বলেও জানা গেছে। এছাড়াও বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেননের সঙ্গেও বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গ্রন্থনা ও সম্পাদনা: এম কে রায়হান