
শরীয়তপুর: নানা কর্মসূচির মধ্যদিয়ে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাকের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালন করেছে শরীয়তপুর জেলা আওয়ামী লীগ।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম তপাদার, শরীয়তপুর পৌরসভার মেয়র মো: রফিকুল ইসলাম কোতোয়াল, আওয়ামী লীগ নেতা ও শরীয়তপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল আমিন কোতোয়াল, জেলা যুবলীগের সভাপতি এম এম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নুহুন মাদবর ও জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মীর্জা হযরত আলী। এছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এর আগে প্রয়াত নেতা আব্দুর রাজ্জাকের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।
বক্তারা প্রয়াত নেতা আব্দুর রাজ্জাকের স্মৃতিচারণ করে বলেন, আওয়ামী লীগের এই অবিসংবাদিত নেতা মুক্তিযুদ্ধের সময় অন্যতম সংগঠকের দায়িত্ব পালন করেছিলেন। তাই জাতি মহান এই নেতার কীর্তি কখনো ভুলতে পারবে না। তিনি শুধু শরীয়তপুরের উন্নয়নের কথাই ভাবেননি, সারা দেশব্যাপী ছিল তার উন্নয়নের কীর্তি। তিনি আমাদের দেশের আধুনিক রাজনীতির রুপকারও ছিলেন। তার অভাব কখনো পুরণ হবার নয়। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত ও পরিবারের সুখ সমৃদ্ধি কামনা করছি।
এছাড়াও শরীয়তপুর-৩ নির্বাচনী এলাকার ডামুড্যা, গোসাইরহাট, ভেদরগঞ্জ উপজেলাসহ জেলার বিভিন্ন স্থানে এ উপলক্ষে দুই দিনের কর্মসূচি পালিত হচ্ছে। এরমধ্যে রয়েছে আব্দুর রাজ্জাকের দুর্লভ ছবির প্রদর্শনী, মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা।
প্রতিনিধি, সম্পাদনা: জাহিদ