
শরীয়তপুর: উজান থেকে নেমে আসা ঢলের পানিতে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে শরীয়তপুরে। প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন এলাকা! পানিবন্দি হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ।
সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে শিশু ও বৃদ্ধদের। মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছে গবাদি পশু নিয়েও। জেলার সুরেশ্বর পয়েন্টে পদ্মার পানি বুধবার সকাল ৯টা থেকে বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, শরীয়তপুর সদর, জাজিরা, নড়িয়া, ভেদরগঞ্জ এবং গোসাইরহাট উপজেলার ৩০টি ইউনিয়ন প্লাবিত হয়ে লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
জেলা প্রশাসন বলছে কিছু নগদ টাকা ও ত্রাণ সামগ্রী এসে পৌঁছেছে। বন্যা ও নদী ভাঙন কবলিত পাঁচ হাজার ৬০০ পরিবারের মধ্যে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
বন্যার পানির সঙ্গে প্রবল বর্ষণের কারণে শরীয়তপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত পদ্মা, মেঘনা, কীর্তিনাশা এবং আড়িয়াল খাঁ নদের পানি অব্যাহত গতিতে বৃদ্ধি পাওয়ায় প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে