
ঢাকা: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
সকাল ৭টা ৫ মিনিটে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে তাঁরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করেন। এরপর সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল শহীদ বুদ্ধিজীবীদের গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর।
পরে দলীয় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে দ্বিতীয়বার শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, দপ্তর দম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ প্রমুখ।
এরপর একে একে আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগসহ অঙ্গ-সহযোগী ও সমর্থক সংগঠন এবং আওয়ামী লীগের বিভিন্ন শাখা সংগঠনগুলো শ্রদ্ধা নিবেদন করেন।
প্রতিবেদন: আশিক মাহমুদ, সম্পাদনা: প্রণব