
ডেস্ক: অনেক বছর আগে প্রয়াত কথাসাহিত্যিক এবং নির্মাতা হুমায়ূন আহমেদের পরিচালনায় ‘এসো’ নাটকে অভিনয় করেছিলেন মেহের আফরোজ শাওন। এবার সেই শাওনই নিজের নির্দেশনায় জাকিয়া বারী মমকে নিয়ে নতুনভাবে তিনি তৈরি করলেন এই নাটকটি।
‘এসো’ নাটকটি নিয়ে শাওন বলেন, ‘কিংবদন্তী সাহিত্যিকদের সৃষ্টি নির্ভর কাজ কিন্তু একটা সময়ের পরে রিমেইক করতেই হয়। সিনেমার ক্ষেত্রে এটা হরহামেশাই ঘটছে। এমনকি নাটকেও হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের একেকটা গল্প নিয়েই তো কয়েকশ বার কাজ করা হয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘সেরকমভাবেই একটা সময় আসবে, যখন হুমায়ূন আহমেদের একটি গল্প নিয়ে দশ-বারো বার নাটক-সিনেমা হবে। বলতে গেলে সেই চিন্তা থেকেই ‘এসো’ রিমেইক করা।’
মূল ‘এসো’ নাটকটির গল্প এগিয়েছিলো ল্যান্ডফোনের যুগে দুই তরুণ-তরুণীর প্রেমের গল্প নিয়ে। এখনকার এই মোবাইল ফোনের সময়েও নাটকে ল্যান্ডফোনের ব্যাবহার হয়েছে? শাওন জানান, তিনিও ল্যান্ডফোনের ব্যবহারই করেছেন। তাই শাওনের মতে মোবাইল ফোনের যুগে এসেও ‘এসো’ নাটকের আবেদন রয়ে গেছে আগের মতোই।
ঈদুল ফিতর উপলক্ষ্যে একটি বেসরকারী চ্যানেলে প্রচারিত হবে নাটকটি। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম এবং সাজ্জাদ।
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস