
ঢাকা: প্রতীক্ষার প্রহর শেষে ইউটিউবে প্রকাশ পেল শাকিব-পরীমনির ‘চুপিচুপি মন’ শিরোনামের গানটি। শফিক হাসান পরিচালিত ‘ধূমকেতু’ ইতিমধ্যে সেন্সরের ছাড় পত্র পেয়েছে।
চুপিচুপি মন শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী ইমরান ও খেয়া। কক্সবাজারের বিভিন্ন লোকেশনে এ গানটির শুটিং করা হয়েছে।
ছবি প্রসঙ্গে নির্মাতা শফিক হাসান বলেন, “একটু সময় নিয়ে হলেও ‘ধূমকেতু’ সিনেমার কাজটি ভালোভাবে শেষ করেছি। ইতিমধ্যে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। আশা করছি বিজয়ের মাসেই ছবিটি মুক্তি দিতে পারব।”
মুন্নি প্রোডাকশনের ব্যানারে ত্রিভুজ প্রেমের কাহিনী নির্ভর সিনেমাটিতে শাকিব-পরী ছাড়াও অভিনয় করেছেন, আলী রাজ, দিতি, অমিত হাসান, রেবেকা, তানহাসহ অনেকে।
ছবিটিতে গান রয়েছে ছয়টি। এ ছাড়া একটি আইটেম গানও থাকছে। গানগুলোর সংগীত পরিচালনা করেছেন আহমেদ হুমায়ুন। কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ, ইমরান, কিশোর, খেয়া, পিংকি, জোজো (ভারত)। সিনেমার চিত্রনাট্য, কাহিনী ও সংলাপ লিখেছেন মুনির রেজা।
উল্লেখ, ২০১৪ সালের জুন মাসে শাকিব খানের পুবাইলের বাড়িতে মহরতের মাধ্যমে সিনেমার শুটিং শুরু হয়। তারপর দেশের বিভিন্ন লোকেশনে দৃশ্য ধারণের কাজ হয়েছে।
প্রতিবেদন: আসিফ আলম, সম্পাদনা: প্রণব