
দামেস্ক: সিরিয়ার বিদ্রোহী গ্রুপগুলি শান্তি আলোচনার জন্য প্রস্তুতি নেয়া স্থগিত করে দিয়েছে বলে জানিয়েছে। রাশিয়া এবং তুরস্কের মধ্যস্ততায় চলতি মাসের শেষে কাজাখস্তানের রাজধানী আস্তানায় সিরিয়ার সরকার এবং বিদ্রোহীদের মধ্যে প্রাথমিক শান্তি আলোচনা শুরুর কথা ছিল।
সোমবার সিরিয়ার কয়েকটি বিদ্রোহী দলের স্বাক্ষর করা একটি বিবৃতিতে দেশটির সরকার এবং তার মিত্রদের যুদ্ধবিরতি চুক্তি লংঘনের বেশ কয়েকটি উদাহরণ দেয়া হয়। শান্তি আলোচনা বয়কটের জন্য এগুলোকে যথার্থ কারণ হিসেবে উল্লেখ করা হয়।
বিবৃতিতে বলা হয়, সিরিয়ার সরকারি বাহিনী বিদ্রোহীদের উপর হামলা অব্যাহত রেখেছে। এছাড়া বিভিন্নভাবে যুদ্ধবিরতি চুক্তি লংঘন করছে। ফলে বিবৃতিতে স্বাক্ষরকারী সশস্ত্র গ্রুপগুলি আস্তানায় শান্তি আলোচনা শুরুর প্রক্রিয়া স্থগিত করছে। তারা বিদ্রোহী দখলকৃত ওয়াদি বারাদা, দামেস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের সরকারী বাহিনীর হামলার কথা তুলে ধরে।
অবশ্য সিরিয়ার সরকার জানায়, তারা যেসব অঞ্চলে আক্রমণ করছে তা যুদ্ধবিরতি চুক্তির আওতার বাইরে। এই অঞ্চলে জিহাদী গোষ্ঠী জাবহাত ফাতেহ আল-শাম এর উপস্থিতি রয়েছে। এই গ্রুপের সঙ্গে তারা কোন চুক্তি করেনি। বরং সরকার বিদ্রোহীদের বিরুদ্ধে ডিজেল ব্যবহার করে পানির উৎস দূষিত করা এবং দামেস্কে খাদ্য সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ করে। কিন্তু বিদ্রোহীরা তা প্রত্যাখ্যান করেছে।
শান্তি আলোচনা শুরুর প্রক্রিয়া হিসেবে গত সপ্তাহে তুরস্ক এবং রাশিয়ার মধ্যস্ততায় সিরিয়াজুড়ে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। খ্রিষ্টীয় নববর্ষের আগের দিন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে এই উদ্যোগে সমর্থন জানিয়েছিল। সূত্র : বিবিসি
গ্রন্থনা: ফারহানা করিম, সম্পাদনা: সজিব ঘোষ