Friday, September 2nd, 2016
শাপলার শালুকেই তাদের জীবিকা
September 2nd, 2016 at 5:17 pm
শাপলার শালুকেই তাদের জীবিকা

সিরাজগঞ্জ: শাপলা ফুলের শালুক কুড়িয়ে অভাব লাঘবের চেষ্টা করছেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার প্রায় তিন শতাধিক ক্ষুদ্র আদিবাসি পরিবারের সদস্য। এই শালুক তাদের বেঁচে থাকার স্বপ্ন দীর্ঘ করে তুলেছে।

বছরের অন্যান্য সময় ধানের চাতাল ও আবাদি জমিতে ধান কাটা ও চারা লাগানোর কাজে তারা ব্যস্ত সময় পার করলেও বর্ষার সময়টা তাদের বেকার থাকতে হয়। এতে সংসারে অভাব অনটন দেখা দেয়। তবে অভাবী এসব মানুষের কিছুটা হলেও সুখের হাসি ফুটে উঠেছে শালুকের কল্যাণে।

Tarash Pic-02-09-16-2বিভিন্ন মাঠে বর্ষার পানিতে ডুবে থাকা শাপলা ফুলের শালুক তুলে সিদ্ধ করে তা বাজারে বিক্রি প্রতিদিন একশত টাকা থেকে তিনশত টাকা তাদের পরিবারের জন্য আয় করছে তারা, যা অভাবের সময় তাদের কাছে অনেক। এই অভাবের দিনে সরকারি ভাবে সহযোগিতার দাবি করেছেন তারা।

শুক্রবার সকালে তাড়াশ উপজেলার সদর ইউনিয়নের খুটিগাছা মাঠ এলাকা ঘুরে দেখা যায় ক্ষুদ্র-নৃগোষ্ঠীর নারী ও পুরুষরা দল বেঁধে সারিবদ্ধ হয়ে শাপলা ফুলের শেকড়ে থাকা শালুক তুলে তা পাত্রে জমা করে রাখছেন।

এদের একজন জস্নাবালা মাহাতো। তিনি বলেন, আমার সংসারে চার জন সদস্য নিয়ে চলতে কষ্টসাধ্য হয়ে পড়েছে। সম্পদ বলতে ২ শতক জায়গা ছাড়া কিছু নেই। তাই সংসারে হাল ধরতে শাপলা ফুলের শালুক তুলে তা বাজারে বিক্রি করি। এতে যা পাই তা দিয়ে কোনো মতে সংসার চলে। সরকার যদি আমাদের পুর্নবাসন করতো তবে অন্তত ছেলে-মেয়েদের পড়ালেখা করাতে পারতাম।

Tarash photo-1কালীচরণ সিং বলেন, আমাদের গ্রামসহ আশপাশের প্রায় তিন শতাধিক নারী পুরুষ শাপলা ফুলের শালুক তুলে সিদ্ধ করে তা বাজারে বিক্রি করেন। আমাদের কেউ কোনো সাহায্য করে না। এমন কি বয়স্ক ভাতা, বিধবা ভাতা কিংবা ভিজিডি ও ভিজিএফ থেকেও বঞ্চিত। তাই বাধ্য হয়ে শালুক তুলে তা বাজারে বিক্রি করছি।

এ ব্যাপারে তাড়াশ উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ইমরুল হাসান বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের আসলে পরিবার-পরিজন নিয়ে সংসার চালানো কষ্টকর। এদের অবস্থা দেখলে খুব খারাপ লাগে। সরকার তাদের বিভিন্নভাবে সাহায্য করে থাকেন।

তবে তাদের বিভিন্ন বে-সরকারী সংস্থা ও স্থানীয় সরকার বিভিন্ন প্রকল্পের আওতায় এনে পুর্নবাসন করছেন। এখনো এদের অনেকেই খুব কষ্টে জীবন যাপন করে থাকেন।

প্রতিবেদন-প্রতিনিধি, সম্পাদনা-ময়ূখ ইসলাম, জাহিদুল ইসলাম


সর্বশেষ

আরও খবর

কাউন্সিলর পদ থেকে বরখাস্ত হচ্ছেন ইরফান সেলিম

কাউন্সিলর পদ থেকে বরখাস্ত হচ্ছেন ইরফান সেলিম


বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল সাড়ে ১১ লাখ

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল সাড়ে ১১ লাখ


করোনা: আরও ২৩ মৃত্যু, শনাক্ত ১৩০৮

করোনা: আরও ২৩ মৃত্যু, শনাক্ত ১৩০৮


সেনাপ্রধান ফেইসবুকে নেই: আইএসপিআর

সেনাপ্রধান ফেইসবুকে নেই: আইএসপিআর


ধর্ষণের সাজা মৃত্যুদণ্ডের চূড়ান্ত অনুমোদন

ধর্ষণের সাজা মৃত্যুদণ্ডের চূড়ান্ত অনুমোদন


করোনায় আরও ১৯ জনের মৃত্যু

করোনায় আরও ১৯ জনের মৃত্যু


বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত ব্যারিস্টার রফিক-উল হক

বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত ব্যারিস্টার রফিক-উল হক


সাগরে ৪ নম্বর সংকেত, বৃষ্টি অব্যাহত থাকবে আরও দুই দিন

সাগরে ৪ নম্বর সংকেত, বৃষ্টি অব্যাহত থাকবে আরও দুই দিন


দু-তিন দিনের মধ্যে আলুর দাম কমবে: বাণিজ্যমন্ত্রী

দু-তিন দিনের মধ্যে আলুর দাম কমবে: বাণিজ্যমন্ত্রী


সারা দেশের নৌ ধর্মঘট প্রত্যাহার

সারা দেশের নৌ ধর্মঘট প্রত্যাহার