
সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উন্মোচন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় উপাচার্য ভবনের পাশে ম্যুরালের উন্মোচন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান ও শাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূঁইয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেনের সঞ্চালনায় ও উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূঁইয়ার সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে অধ্যাপক আব্দুল মান্নান বলেন, ‘আজকে আপনারা একটি ঐতিহাসিক কাজ করেছেন, আমি আনন্দিত এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরে। স্বাধীনতার এত বছর পরেও বঙ্গবন্ধুকে পছন্দ করে এমন মানুষ কম নয়। আমরা এদের হাত থেকে বঙ্গবন্ধুকে বাঁচাতে পারিনি কিন্তু তাঁর স্মৃতিকে রক্ষা করতে হবে। তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, একমাত্র তিনিই বলতে পারেন ‘আমিই রাষ্ট্র’।’
আলোচনা শেষে উপাচার্য ও মঞ্জুরি কমিশনের সভাপতিসহ উপস্থিত অন্যান্যরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতিকর্মীদের হাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভুঁইয়া।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/ওয়াইএ