Sunday, July 3rd, 2022
শামীম হোসেন-এর ৫টি কবিতা
March 24th, 2017 at 2:31 pm
শামীম হোসেন-এর ৫টি কবিতা

চাকা

চাকা যাচ্ছে—চাকা যাচ্ছে
চারটি নয় তিনটি নয়
একটি চাকা গড়িয়ে যাচ্ছে
গড়িয়ে গড়িয়ে যাচ্ছে…

মাঝে-মধ্যে থামছে—হাঁটছে
চা খাচ্ছে—অরণ্যে ঘুরছে
নদী দেখছে—মানুষের ভিড়
ঠেলে ঠেলে নৌকায় উঠছে…

বাসে উঠছে—ট্রাকে উঠছে
ক্ষ্যাপামনে আত্রাই যাচ্ছে
চাকা যাচ্ছে—চাকা যাচ্ছে
ঘুরতে ঘুরতে মাথার ভেতর…

আড়াল

ঝুল জড়ানো ঘরের মধ্যে থাকি—
দূরের গ্রামে জাগে রাধার চোখ।
পকেটভর্তি নিমপাতাদের শোক—
লুকিয়ে রাখে ভোরের ব্যর্থ লোক!

স্মৃতিগাছ

আমিও পিকাসো হয়ে নদীচিত্রে এঁকেছি গাছ। তুমি জলের রেখায় তখন ভীষণ জোয়ার! এই দেখো—ভেসে যাচ্ছে সবুজ স্কেচ। রেলগাড়ি পথ। ভেতরে তুমুল আওয়াজ—বাইরে গুমোট বাতাস।
ভ্রমণের হাত ধরে শেখালে মায়া। মাঝিও তপ্তহাতে ভাসালো নাও। দূর ওই কুপিজ্বলা ঘরে—ভাটিয়ালি গাও। যেভাবে আমি ভাসি—ভাসো তুমি। তারো অধিক আমাকে ভাসাও।

বহু রঙ ও রেখার তুলিতে মুগ্ধ এক গাছ হয়ে যাও…

ব্যবধান

রক্ত নীল হলে তুমি হও উন্মাদ বেহালা
শিরা বেয়ে নেমে গেছে ঝড়ের রাত—
অন্ধকার কুণ্ডলী ভেদ করে
মুখায়বজুড়ে ফুটে উঠছে
মুখোশের রেখা…

আমার রক্ত লাল হলে—তোমার কিন্তু সবুজ নয়!

ফণার ইশতেহার

চলো—আমরা এবার রাধাচূড়া হই
সাদাকালো ফ্রেমে বাঁধিয়ে রাখি—
বিগত সময়…

খুব লাল হবার আগে একটু—
সবুজ হই…

চলো—

আমাদের পা ক্লান্ত হবার আগে
কুড়িয়ে আনি সাপের খোলস…

ফণার ইশতেহারে লেখা হোক—
রাধাচূড়ার যাপন প্রণালী…


সর্বশেষ

আরও খবর

ফেসবুক ভেরিফাইড হলেন আলতামিশ নাবিল

ফেসবুক ভেরিফাইড হলেন আলতামিশ নাবিল


জাতীয় গ্রন্থকেন্দ্রে আলতামিশ নাবিলের ‘লুমিয়ের থেকে হীরালাল’

জাতীয় গ্রন্থকেন্দ্রে আলতামিশ নাবিলের ‘লুমিয়ের থেকে হীরালাল’


দ্য ডেইলি হিলারিয়াস বাস্টার্ডস

দ্য ডেইলি হিলারিয়াস বাস্টার্ডস


করোনা নিয়ে ওবায়দুল কাদেরের কবিতা

করোনা নিয়ে ওবায়দুল কাদেরের কবিতা


পাথর সময় ও অচেনা বৈশাখ

পাথর সময় ও অচেনা বৈশাখ


৭২-এর ঝর্ণাধারা

৭২-এর ঝর্ণাধারা


বইমেলায় আলতামিশ নাবিলের ‘লেট দেয়ার বি লাইট’

বইমেলায় আলতামিশ নাবিলের ‘লেট দেয়ার বি লাইট’


নাচ ধারাপাত নাচ!

নাচ ধারাপাত নাচ!


ক্রোকোডাইল ফার্ম

ক্রোকোডাইল ফার্ম


সামার অফ সানশাইন

সামার অফ সানশাইন