শারজার মরুভূমিতে বাংলাদেশির মরদেহ

শারজা: সংযুক্ত আরব আমিরাতের শারজা অঙ্গরাজ্যের আল-ধাইদ মরুভূমিতে একজন বাংলাদেশির মৃতদেহ পাওয়া গেছে। কিভাবে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে তার নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
শনিবার ভোরে ওই বাংলাদেশির মরদেহ পড়ে থাকার বিষয়ে পুলিশ অপারেশন রুমকে জানানো হয়। তারপর পুলিশের একটি ভ্রাম্যমাণ দল, মেডিকেল ও অপরাধ তদন্ত দলের সদস্যরা সেটি উদ্ধার করতে যান।
তারা মৃতদেহের পাশে থাকা কিছু জিনিস তদন্তের জন্য আলামত হিসেবে সংগ্রহ করেন। পরে মৃতদেহটি শারজার আল-ধাইদ হাসপাতালে হস্তান্তর করা হয়। সূত্র: গালফ নিউজ।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই