
সিরাজগঞ্জ: সংসারের বোঝা দূর করতেই সিরাজগঞ্জে যমুনা নদীর চরে পুত্রবধূই গলা কেটে হত্যা করেছে বৃদ্ধা শাশুড়িকে।
পুলিশের হাতে আটক পুত্রবধূ রশিদা বেগম (৪৫) প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছেন।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পুত্রবধূ রশিদা বেগম ও তার পুত্রবধূ রুনাকে ১৬৪ ধারায় জবানবন্দীর জন্য বুধবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে কাজিপুর উপজেলার যমুনা নদীর নাটুয়ার পাড়া চরে মৃত মোকছেদ আলীর স্ত্রী বৃদ্ধা ফাতেমা বেগমকে (৭৫) ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করা হয়।
এই ঘটনায় নিহতের আরেক পুত্র আব্দুর রহিম বাদী হয়ে কাজিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ নিহতের পুত্রবধূ রশিদা, নাতনি বউ রুনাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।
জিজ্ঞাসাবাদে নাতনি বউ রুনা এই ঘটনা তার শাশুড়ি নিজে ঘটিয়েছে বলে পুলিশকে জানায়। পরে তিনি শাশুড়িকে হত্যার বিষয়টি স্বীকার করেন।
মামলার তদন্ত কর্মকর্তা কাজিপুর থানার এসআই দুলাল উদ্দিন জানান, সংসারের আপদ (বোঝা) বিদায় করতেই বৃদ্ধার পুত্রবধূ রশিদা বেগম এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
শরীফ আহমদ ইন্না (সিরাজগঞ্জ), সম্পাদনা: জাহিদ