
ঢাকা: থামছেই না স্বর্ণের চোরাচালান। একের পর এক কৌশল ব্যবহার করে কর ফাঁকি দিয়ে স্বর্ণ দেশে আনেছেন চোরাচালানিরা। সর্বশেষ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিজাম উদ্দিন নামে এক যাত্রীর কাছ থেকে দুটি ডিটারজেন্টের প্যাকেটে গুঁড়া করা এক কেজি ৪০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। আটক নিজামের বাড়ি মুন্সীগঞ্জ জেলা সদরে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মঈনুল খান জানান, মালয়েশিয়া থেকে এমএইচ-১০২ ফ্লাইটে করে নিজাম বিমানবন্দরে পৌঁছেন।
বিমানবন্দরে পৌঁছার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে অনুসরণ করে কাস্টমস গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার ব্যাগ তল্লাশি করে দুটি ডিটারজেন্ট পাউডারের প্যাকেটে পাউডারের সঙ্গে স্বর্ণের গুঁড়া পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/এসআই