শাহজালালে দেড় কেজি স্বর্ণ উদ্ধার

ঢাকা: স্বর্ণ পাচারের সময় হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে মো. রিপন মিয়া (৪১) নামে এক যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। মঙ্গলবার বিমানবন্দরের ২ নং ক্যানপি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রিপন মিয়া মুন্সীগঞ্জ সদরের বাসিন্দা।
এপিবিএন সূত্রে জানা যায়, রিপন মিয়া সকালে বাংলাদেশ বিমানের বিজি-০৮৭ ফ্লাইটে করে কুয়ালালামপুর থেকে ঢাকায় এসে পৌঁছান। পরে ২ নং ক্যানপি এলাকা থেকে সন্দেহবশত তাকে আটক করে অফিসে আনা হয়। এসময় তার সঙ্গে থাকা মালপত্র ও ট্রলি তল্লাশি করে ট্রলির নিচে স্কচটেপ দিয়ে পেঁচানো ৬টি স্বর্ণের টুকরা পাওয়া যায়।
তিনি জানান, প্রায় এক কেজি ৫০০ গ্রাম ওজনের স্বর্ণের টুকরাগুলোর আনুমানিক বাজার মূল্য ৬০ লাখ টাকা। এঘটনায় তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/এসজি