শাহজালালে বিদেশি সিগারেটসহ আটক ৪

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১ লাখ ৬ হাজার বিদেশি সিগারেটের প্যাকেটসহ চার যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। বুধবার ভোর সাড়ে ৫টায় তাদের আটক করা হয়।
বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার শহীদুজ্জামান সুমন জানান, আটক ৪ যাত্রী ভোর সাড়ে ৫টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কুয়ালালামপুর থেকে ঢাকায় আসে।
তিনি জানান, বিমানবন্দরে এসেই তারা তাদের লাগেজগুলো লস্ট অ্যান্ড ফাউন্ড সেকশনে লুকানোর চেষ্টা করেন। পরে শুল্ক কর্মকর্তাদের চ্যালেঞ্জের মুখে তাদের লাগেজগুলোতে তল্লাশি চালানো হলে আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট পাওয়া যায়। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।
জব্দকৃত সিগারেটগুলো বেনসন এন্ড হেজেস, গুদাম গারাম ও মার্লবোরো ব্র্যান্ডের বলেও জানান শহীদুজ্জামান।
নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/জাই