
ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তিন নম্বর বহির্গমন লাউঞ্জে এক যুবকের ছুরিকাঘাতে সোহাগ আলী (৩২) নামে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় আনসার ও এপিবিএন সদস্যসহ আরো তিনজন আহত হয়েছেন। আনসারের উপপরিচালক ইব্রাহিম ভূঁঞা নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।
রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। হামলাকারী ওই যুবককে আহত অবস্থায় আটক করা হয়েছে। নিহত সোহাগের মরদেহ কুর্মিটোলা হাসপাতালে রয়েছে। আহত তিনজনও ওই হাসপাতালেই ভর্তি আছেন।
ইব্রাহিম জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বহির্গমন লাউঞ্জে এক যুবক প্রবেশের চেষ্টা করে। তখন কর্তব্যরত আনসার সদস্যরা বাধা দিতে গেলে ওই যুবক এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে সোহাগসহ চারজন আহত হন। পরে তাদের কুর্মিটোলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আজম মিয়া নিউজনেক্সটবিডি ডটকম’কে বলেন, ‘হামলাকারী যুবকের নাম সিহাব। তাকে অাহত অবস্থায় আটক করে কড়া পুলিশি প্রহরায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। অাহত অন্য তিনজনও ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।’
প্রতিবেদন: প্রীতম সাহা সুদীপ, সম্পাদনা: সজিব ঘোষ