
ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্যামসাং ১০০ মোবাইল হ্যান্ডসেট ও ১৩৯ কার্টন সিগারেটসহ দু’জনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- রাসেল ও শাকিল ইমরান। এপিবিএনের সহকারী পুলিশ সুপার (এএসপি) তানজিনা আক্তার নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে দুবাই থেকে ঢাকায় আসেন রাসেল ও শাকিল। ফ্লাইট থেকে নামার পর বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে দু’জনকে আটক করা হয়।
এএসপি তানজিনা বলেন, দু’জনের লাগেজে তল্লাশি চালিয়ে রাসেলের কাছ থেকে মোবাইল হ্যান্ডসেট আর শাকিলের কাছ থেকে সিগারেট জব্দ করা হয়। দু’জনের বিরুদ্ধেই বিমানবন্দর থানায় মামলা হয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/জাই