
ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৪ কেজি ৩৩০ গ্রাম সোনাসহ মামুন খান ও মুরাদ খান নামে দুই যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। শুক্রবার দুপুরে সিঙ্গাপুর থেকে আগত সন্দেহভাজন দুই যাত্রীকে তল্লাশী করে এসব সোনা জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ৭ কোটি ১৬ লাখ টাকা।
ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের সহকারী কমিশনার রেজাউল করিম হিল্লোল জানান, সিঙ্গারপুর থেকে টিজি ৩২১ নামের একটি বিমান দুপুর ১২টা ১০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গ্রিন চ্যানেল ক্রসিং এলাকায় মামুন ও মুরাদকে সন্দেহজনক মনে হলে তল্লাশি চালানো হয়। এসময় তাদের কাছ থেকে ৩৭টি ১০০ গ্রাম সোনার বার, একটি এক কেজির সোনার বার ও সাড়ে ৯ কেজি অলঙ্কারসহ মোট ১৪ কেজি ৩৩০ গ্রাম সোনা পাওয়া যায়।
সোনাগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ কোটি ১৬ লাখ টাকা। আটককৃতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/এসজি